সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২৭ বীর হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের সদস্যরা পুলিশকে সাথে নিয়ে তল্লাশির মাধ্যমে Mini 3 Deye Bursting Ball নামের ভারতীয় চকলেটের ৩ হাজার ৪০০ প্যাকেট উদ্ধার করেন। প্রতিটি প্যাকেটের বাজারমূল্য ধরা হয়েছে ৩০০ টাকা করে, মোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দাঁড়ায় ১০ লাখ ২০ হাজার টাকা।
পরবর্তীতে রাত ১০টার দিকে জব্দকৃত এসব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় ৪৮ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার রজব আলীর কাছে হস্তান্তর করা হয়। তবে যাত্রীবাহী গাড়িতে মালামালের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে তামাবিল হাইওয়ে থানার এসআই লিটন ও ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদের নির্দেশে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য প্রতিনিয়ত দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এসব অবৈধ পণ্যের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং বাজারব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। চোরাচালান রোধে সেনা, পুলিশ ও বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় এ ধরনের সফল অভিযান স্থানীয় জনগণের মধ্যে আস্থা তৈরি করেছে। এলাকাবাসীর মতে, রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির এমন সম্মিলিত উদ্যোগ দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলার জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।
শেষ পর্যন্ত এই অভিযান প্রমাণ করে, দেশের নিরাপত্তা বাহিনী সততা ও।আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। জনগণের প্রত্যাশা, ভবিষ্যতেও তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ পণ্যের প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়।