সিলেট খাদিম নগর চা বাগানের রাস্তা মেরামতের নাম করে অবাদে টিলা কাটার উৎসব চলছে,সরকারি রাস্তার কাজে বালু দ্বারা রাস্তা ভরাটের কথা থাকলে ও নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে ঠিকাদারী প্রতিষ্ঠান স্বানীয় ৩নং খাদিমনগর ৯ নং ওর্যাডের মেম্বার আতাউর রহমান শামিম ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ভুমিখেকো জামাল মিলে বাগানের টিলা কেটে রাস্তা ভরাট করা হচ্ছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়
সরকারি রাস্তার কাজে বালু দিয়ে রাস্তা ভরাট করার কথা থাকলেও অবৈধ ভাবে বাগানের টিলা কেটে রাস্তা ভরাট করে বাগানের পরিবেশের ক্ষতি সাধন করা হচ্ছে, আমরা এই অবৈধ কাজে বাধা দিলে আমাদের মামলা হামলার হুমকি দিচ্ছেন, আমরা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
স্বানীয়দের কাছ থেকে আরো জানা যায় আতাউর রহমান শামীম মেম্বার ও তার দোসর আওয়ামিলীগের প্রভাব খাটিয়ে বাগানে জায়গা দখল করে বিক্রি করেছে,আওয়ামীলীগ সরকার পালিয়ে যাওয়ার পর ও তিনি বহাল তবিয়তে আসেন,এখন অবৈধ ভাবে টিলা কেটে রাস্তা ভরাট করার নামে,বাগানের টিলা কেটে মাটি বিক্রি করছেন।আমরা এই মেম্বারের অপসারণ ও এই অপকর্মের বিচার চাই।