আজ সোমবার (২২ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিলেট জেলার আহবায়ক ফয়েজ আহমদ দৌলত ও আলতাফ হোসেন বিলাল কে সদস্য সচিব করে ৫১ বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
৫১ বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদনের তারিখ হইতে ২ মাসের মধ্যে উপজেলাও পৌরসভায় গিয়ে প্রতিনিধি সম্মেলন করে, কমিটি অনুমোদন করতে হবে, জেলা বিএনপির অফিসে বসে কোন কমিটির অনুমোদন করা যাবে না।
৬০দিনের মধ্যে উপজেলা ও পৌরসভা কমিটি করে, জেলায় সম্মেলন করে কেন্দ্রীয় কমিটির নিকট, সিলেট জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্নাঙ্গ কমিটি জমা দিতে হবে।
জাতীয়তাবাদী তাঁতী দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত সিলেট জেলা আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
আগামী ষাট (৬০) দিনের জন্য এই আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।