October 26, 2025, 11:34 pm
শিরোনাম :
জাগপা নেতা পিয়ার হোসেনের স্ত্রীর মৃত্যুতে সিলেট মহানগর জাগপা’র শোক প্রকাশ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ বিএনপি ক্ষমতায় গেলে সর্বস্তরের মানুষের উন্নয়ন করা হবে-ইলিয়াসপত্মী লুনা জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল গণভোট সহ ৭ দফা দাবীতে জাগপা সিলেট বিভাগের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত সিলেট জেলা পর্যায়ে সউদী দূতাবাসের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সিলেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষে চাকরি মেলা অনুষ্ঠিত ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা মিথ্যা মামলার অভিযোগে উত্তাল গোবিন্দগঞ্জ, ব্যবসায়ীর জহির এর পক্ষে মানববন্ধন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক শীর্ষক টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক শীর্ষক টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ প্রতিনিধি :

শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় সুনাসগঞ্জ জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যৌথ আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজেশ সিংহ মিথুন,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শতাব্দী ভট্রাচার্য্য,ইউনিসেফের প্রতিনিধি তানভীরুল ইসলাম,সাংবাদিক পংঙ্কজ কান্তি দে,লতিফুর রহমান রাজুসহ আরো অনেকেই।

প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল বলেছেন,টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী গত ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন যে শুরু হয়েছে এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় সকল শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে ভ্যাকসিন দেয়ার আহবান জানান। তিনি বলেন বিশ^ স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রতিতবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এরমধ্যে ১ লাখ ১০ হাজার মানুষ মৃত্যুবরণ করে থাকেন। বিশ্বের উন্নত দেশ সমূহে এই রোগের প্রাদুভার্ব অনেকাংশে কম হলেও আমাদের বাংলদেশসহ অনেক উন্নয়নশীল দেশে অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে। এজন্য প্রতিটি পরিবারের সদস্যদের টাইফয়েড জ¦সহ দেহ শরীর ও মন ভাল রাখতে হলে দূষিত পানি,দূষিত খাবার ও উন্নত স্যানিটেশন ব্যবহরের পরামর্শ দেন এজন্য সবাইকে সচেতন করতে গণমাধ্যমকর্মীরা তাদের লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের স্বার্থে আরো বেশী করে ব্যাপক ভূমিকা রাখার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা