ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার পদায়ন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়।
পদায়নকৃত কর্মকর্তা মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড এনালাইসিস বিভাগ থেকে বদলি হয়ে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ডিএমপি সূত্রে জানা যায়, সামী দীর্ঘদিন ধরে গোয়েন্দা শাখায় কাজ করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি দক্ষতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। নতুন দায়িত্বে তিনি লালবাগ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করবেন বলে আশা করা হচ্ছে।