সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি সবসময় জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল রাজনীতি করেছে। এ কারণেই তারেক রহমান দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ৩১ দফা একটি সামগ্রিক রূপরেখা, যা ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, দুর্নীতি দমন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তারেক রহমানকে তিনি দূরদর্শী ও আধুনিক রাজনীতিক হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি ক্ষমতার কেন্দ্রীভবন ভেঙে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে শক্তিশালী করতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ‘ডোর টু ডোর’ কর্মসূচির মাধ্যমে সরাসরি জনগণের কাছে বিএনপির ৩১ দফা পৌঁছে দিতে হবে।
আগামী নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা ও মব জাস্টিস প্রতিরোধ করা সরকারের সর্বোচ্চ দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা চলতে পারে না। দেশবিরোধী অপশক্তি ও তাদের দোসররা যেন কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—সে লক্ষ্যে জাতীয় রাজনৈতিক ঐক্যকে সুদৃঢ় করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি এনায়েত হোসেন রুয়েল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদ।
এসময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সদস্য সাদিকুর রহমান টিপু, আপ্তাব উদ্দিন, আশরাফুল আলম বাহার ও উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউর রহমান চৌধুরী রাজু সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউর রহমান চৌধুরী রাজু, ফখরুল ইসলাম পাপলু, আসাদুর রহমান রুহেল, সাজু আহমদ খান, রুহুল আমিন, আব্দুল গণী তাজেবুর, সনজিদ আলী, ডা. আজাদ, মুসা রাজা, সৈয়দ মিয়া, তুহিন চৌধুরী, রাসেদুল হাসান চৌধুরী, বদরুল ইসলাম খান, দিনার আহমদ শাহ, আতাউর রহমান মনাই, নুরুল ইসলাম নাহিদ, মেহেদী হাসান রফি, হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।